সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

দড়ি টানলেই বিরোধীদের মুখে সটান পড়ছে জুতো! পাকিস্তানের ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেটদুনিয়ায়

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০১:৫৯ পিএম | আপডেট: আগস্ট ২১, ২০২২, ০৭:২১ এএম

দড়ি টানলেই বিরোধীদের মুখে সটান পড়ছে জুতো! পাকিস্তানের ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেটদুনিয়ায়
দড়ি টানলেই বিরোধীদের মুখে সটান পড়ছে জুতো! পাকিস্তানের ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেটদুনিয়ায়

ফের খবরের শিরোনামে পাকিস্তান। এমনিতেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। রাজনীতিবিদদের বিরুদ্ধে বিক্ষোভ যেন নিত্যদিনের ঘটনা৷ এসবের মাঝেই ভাইরাল হল এমন এক ভিডিও যা শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়!

ইদানীং পাকিস্তানে দেখা যাচ্ছে এক অদ্ভুত মেশিন। এই মেশিনে পাকিস্তানের তিনটি ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের ছবি রয়েছে। হাতল টানলেই সেই সকল বিরোধী নেতাকে মুখে সটান গিয়ে পড়ছে চপ্পলের আঘাত!

নতুন প্রযুক্তির এই মেশিনটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা তৈরি করেছেন। ভারতের এক অবসরপ্রাপ্ত মেজর গৌরব আর্য এই ভিডিওটি শেয়ার করে এটিকে ‍‍`স্বয়ংক্রিয় অপমান মেশিন‍‍` বলে অভিহিত করেছেন।

ভিডিওতে কয়েকজনকে একটি লিভার টানতে দেখা যাচ্ছে। যখনই তিনি লিভার টানবেন, এই চপ্পলগুলি ছবিতে আঘাত করবে। ইতিমধ্যেই ভিডিওটি সাড়ে তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন ও নানা রকম মতামত দেওয়া শুরু করেছেন। ঠাট্টার ছলে অনেকে এটিকে বিরাট আবিষ্কার বলেও অভিহিত করেছেন।

ভিডিওটি শেয়ার করে মেজর গৌরব আর্য লেখেন, ‍‍`পাকিস্তানের স্টার্টআপ ইকোসিস্টেম সত্যিই পুরনো। এই স্বয়ংক্রিয় অপমান মেশিন এর সর্বশেষ উদ্ভাবন’। আবার একজন লিখেছেন, এটি একটি বিস্ময়কর আবিষ্কার। তিনি আরও লেখেন যে, কে বলেছে পাকিস্তান একটি উন্নত দেশ নয়! অপর একজন মজার ছলে বলেন, এই মেশিনকে নোবেল অপমান প্রাইজের জন্য মনোনীত করা উচিত।