শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

একতারা হাতে একের পর এক চমকপ্রদ সুর! বৃদ্ধের বাজনার জাদুতে মুগ্ধ নেটদুনিয়া, জানাচ্ছে কুর্নিশ

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১০:৩২ পিএম | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০৪:৩২ এএম

একতারা হাতে একের পর এক চমকপ্রদ সুর! বৃদ্ধের বাজনার জাদুতে মুগ্ধ নেটদুনিয়া, জানাচ্ছে কুর্নিশ
একতারা হাতে একের পর এক চমকপ্রদ সুর! বৃদ্ধের বাজনার জাদুতে মুগ্ধ নেটদুনিয়া, জানাচ্ছে কুর্নিশ

পৃথিবীতে প্রতিভাবান মানুষের অভাব নেই। সোশ্যাল মিডিয়ার যুগে সহজেই মানুষকে তাদের প্রতিভা দেখানো সুযোগ মেলে। সোশ্যাল মিডিয়ার দৌলতেও কেউ আবার রাতারাতি হয়ে ওঠেন সুপার স্টার। ভুবন বাদ্যকর থেকে রানু মণ্ডল সকলেরই উত্থানের পিছনে রয়েছে সোশ্যাল মিডিয়া। কিছু মানুষের বিরল প্রতিভা ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে যায় এবং তা দ্রুত ভাইরাল হয় নেটপাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক বৃদ্ধ মানুষের অসামান্য প্রতিভা। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধ মানুষটি একতারা বাজাচ্ছেন। আর তার সুরে মজে নেটপাড়া। ভাইরাল হওয়া ভিডিওটি কিরণ নামে ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে।

ভিডিওতে এক বৃদ্ধকে হাতে একতারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু পরেই বৃদ্ধ একতারা’তে ‘চাহা হ্যায় তুঝকো, চাহুঙ্গা হার পাল’ গানের সুর তুলে ঝড় তোলেন, যা নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধের বাজানো সেই সুর মন ছুঁয়ে যায় নেটিজেনদের। ভিডিওটি বর্তমানে ঝড়ের ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত ১৪ লক্ষের বেশি ভিউ এবং ২ লক্ষের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে।

ভিডিওটি দেখার পরে, ব্যবহারকারীরা ক্রমাগত এটি শেয়ার করতে এবং এটিতে তাদের প্রতিক্রিয়া দিতে দেখা যায়। অনেক ব্যবহারকারী এটিকে সেরা পারফরম্যান্স বলে বর্ণনা করেছেন।