শনিবার, ০৪ মে, ২০২৪

‘তুম হি আনা’…! লোকাল ট্রেনে বসে খালি গলায় গুনগুন বৃদ্ধের, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৪:৫২ পিএম | আপডেট: ডিসেম্বর ১১, ২০২২, ১০:৫২ পিএম

‘তুম হি আনা’…! লোকাল ট্রেনে বসে খালি গলায় গুনগুন বৃদ্ধের, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া
‘তুম হি আনা’…! লোকাল ট্রেনে বসে খালি গলায় গুনগুন বৃদ্ধের, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অনেক সময় বাড়ির বয়স্করা বলেন যে, পুরনো দিনের গানের ব্যাপারি আলাদা। সেই সুর, সেই ছন্দ, কথা সবই অসাধারণ। তার মাধুর্যই আলাদা। তার মাহাত্ম্য এমনই যে আজও সেইসব গান মানুষের মনে গেঁথে রয়েছে। কয়েক প্রজন্ম পরেও। আবার শুধু বয়স্করাই কেন, নতুন গানের পাশাপাশি তরুণ প্রজন্মও লতা, আশা, কিশোর, মান্না, হেমন্ত, আর ডি বর্মণ, রফির গানে বুঁদ হয়ে থাকে। আবার এই প্রজন্মের অনেকেই আছেন যারা নতুন গানের থেকে পুরনো দিনের গানই বেশি শুনতে পছন্দ করেন। অনেকেরই মতে, পুরনো গানের যে গভীরতা, তা আজকের সময়ে মুক্তি পাওয়া গানে সেভাবে পাওয়া যায় না।

তবে, এর উল্টোটাও তো হতে পারে! আসলে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আজকের প্রজন্মের গানে বুঁদ হয়ে থাকতে দেখা দিয়েছে এক বৃদ্ধকে। ভাইরাল ওই ভিডিওতে লোকাল ট্রেনে ওই বৃদ্ধকে এই প্রজন্মের গান জুবিন নটিয়ালের গাওয়া ‘তুম হি আনা’ গুনগুন করতে দেখা গিয়েছে।

ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হতে শুরু করেছে। যা নেটি জেনদের মন ছুঁড়ে গিয়েছে। ভিডিওতে একজন বৃদ্ধকে লোকাল ট্রেনে বসে গান গুনগুন করে গাইতে দেখা যাচ্ছেন। যে বিষয়টি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিল, তা হল, কয়েক বছর আগে মুক্তি পাওয়া এই গানটির প্রতিটি কথা তাঁর দিব্যি মুখস্থ।

তাঁর এই স্টাইল সকলের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি দেখার পরে লোকেরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন- ‘উনি নিশ্চয়ই কিছু ব্যথা মনে লুকিয়ে রেখেছেন’, অপর একজন ব্যবহারকারী লিখেছেন- ‘পুরোনো ক্ষত মনে রেখেছেন তিনি।’ আবার আরও একজন প্রতিক্রিয়ায় জানিয়েছেন- ‘জিনা ইসি কা নাম হ্যায়’।