সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়েছেন, সন্তানকে কোলে নিয়েই রিক্সা চালিয়ে দিন কাটছে যুবকের

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০২:৩২ পিএম | আপডেট: আগস্ট ২৭, ২০২২, ০৮:৩২ পিএম

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়েছেন, সন্তানকে কোলে নিয়েই রিক্সা চালিয়ে দিন কাটছে যুবকের
স্ত্রী অন্যের সঙ্গে পালিয়েছেন, সন্তানকে কোলে নিয়েই রিক্সা চালিয়ে দিন কাটছে যুবকের

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কত কিছুই না ভাইরাল হয়। তা সে নানা রকমের ছবি হোক কি ভিডিও। এই সকল ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিওও উঠে আদে যেগুলি হৃদয় স্পর্শ করে। ঠিক সেই রকমই সম্প্রতি এক যুবকের ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক তার কোলের শিশুকে কোলে নিয়েই একহাতে রিক্সা চালাচ্ছেন। কোলের সন্তান কোলে একহাতে রিক্সা চালিয়ে এইভাবে শহরের রাস্তায় ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করা ওই যুবকের নাম রাজেশ। এইভাবে রিকশা চালানোর ভিডিও ক্যামেরাবন্দি হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে তা নেটিজেনদের চোখে জল এনেছে।

একটি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, রাজেশ আসলে বিহারের বাসিন্দা, তবে জীবিকার খোঁজে তিনি চলে আসেন মধ্যপ্রদেশের জবলপুরে। এখন সেখানেই তিনি এইভাবে শহরের রাস্তায় রিক্সা চালিয়ে দিন গুজরান। তার রয়েছে দুই সন্তান। যাদের মধ্যে বড় মেয়ের বয়স পাঁচ বছর এবং তাকে তিনি বাসস্ট্যান্ড এলাকায় রেখে আসেন। কিন্তু কোলের সন্তানকে কোলে নিয়েই এইভাবে তাকে রিক্সা চালাতে হয়। মাঝে মাঝে ওই শিশুটি আবার ঘুমিয়ে পড়ে।

ওই যুবক ১০ বছর আগে বিহার থেকে মধ্যপ্রদেশে এসেছিলেন। তারপর মধ্য প্রদেশের সেওনি জেলার কানহারগাঁও গ্রামের এক মহিলার প্রেমে পড়েন। তাদের দুজনের বিয়েও হয়। জবলপুরের ফুটপাতে বাচ্চাদের নিয়ে থাকতেন তারা। কিন্তু পরে রাজেশের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। তন্নতন্ন করে খুঁজেও না পেয়ে রাজেশ দুই বাচ্চাকে নিয়ে এই ভাবেই দিন পার করছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর অধিকাংশ মানুষ তার পাশে দাঁড়ানোর কথা জানানোর পাশাপাশি অনেকেই দাবি তুলেছেন, রাজেশকে যেন সরকারিভাবে ই-রিক্সা কিনে দেওয়া হয়।