সোমবার, ২০ মে, ২০২৪

সুপার সাইক্লোনে বিপর্যস্ত কালী পুজো? ‍‍`সিত্রাং‍‍`- এর গতিপথ নিয়ে যা জানাল হাওয়া অফিস

মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৯:৪৪ এএম | আপডেট: অক্টোবর ১৫, ২০২২, ০৩:৪৪ পিএম

সুপার সাইক্লোনে বিপর্যস্ত কালী পুজো? ‍‍`সিত্রাং‍‍`- এর গতিপথ নিয়ে যা জানাল হাওয়া অফিস
সুপার সাইক্লোনে বিপর্যস্ত কালী পুজো? ‍‍`সিত্রাং‍‍`- এর গতিপথ নিয়ে যা জানাল হাওয়া অফিস

দুর্গাপূজার পর কালীপুজোতেও বৃষ্টির দাপট থাকবে কিনা তা নিয়ে চিন্তিত রয়েছে রাজ্যবাসী। এরমধ্যেই চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন। তবে রাজ্যে এর প্রভাব কতখানি পড়বে, তা নিয়ে এবার স্পষ্ট ধারণা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ১৯ তারিখ সেই ঘূর্ণাবর্তর প্রভাব খানিকটা বঙ্গে পড়তে শুরু করবে। এরপর কুড়ি অক্টোবর সমুদ্রপৃষ্ঠে শক্তি সঞ্চয় করে ঘুণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল। পশ্চিমবঙ্গে এর সরাসরি কোন প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে এর নির্দিষ্ট গতিপথ এখনো জানা যায়নি।

আগামী তিন দিনে রাজ্যের আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। হাওয়া অফিস আরো জানাচ্ছে, ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের জেলে খানিকটা বৃষ্টি হতে পারে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে।

এদিকে বর্ষা বিদায় নেওয়ার খবরও দিয়েছে, মৌসম ভবন। তবে বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই যে বৃষ্টি পুরোপুরি কমে যাবে তা নয়। পরিমাণ খানিকটা কমবে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে।

আগামী ১৬ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। যদিও দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বজায় থাকবে আর্দ্রতা জনিত অসস্তি। গোটা দেশে আর দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমবে, একই সঙ্গে বিদায় নেবে বর্ষা।