রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

একবার কোটিপতি নয়, বারবার লটারিতে লাখপতি হয়েছেন অনুব্রত-সুকন্যা! চাঞ্চল্যকর তথ্য CBI-র কাছে

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০১:২৪ পিএম | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০৭:২৪ পিএম

একবার কোটিপতি নয়, বারবার লটারিতে লাখপতি হয়েছেন অনুব্রত-সুকন্যা! চাঞ্চল্যকর তথ্য CBI-র কাছে
একবার কোটিপতি নয়, বারবার লটারিতে লাখপতি হয়েছেন অনুব্রত-সুকন্যা! চাঞ্চল্যকর তথ্য CBI-র কাছে

একবার লটারি পেতেই কাল নাম ছুটে যায় গ্রাহকের। সেই জায়গায় বারবার লটারিতে লক্ষ লক্ষ টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। আর এর পিছনে গভীর রহস্য দেখছেন তদন্তকারী সংস্থা।

সিবিআই-এর অনুমান ছিল গরু পাচার কান্ডের কালো টাকা সাদা করতে লটারির আশ্রয় নিয়েছে অনুব্রত মণ্ডল। এরপর একাধিকবার অনুব্রত মণ্ডলের একাউন্টে লটারির টাকা ঢোকায় সেই সন্দেহ আরো দৃঢ় হয়েছে তদন্তকারী সংস্থার। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেসকন্যা মন্ডলের একাউন্টে দুধ অফার লটারির ৫১ লক্ষ টাকা ঢুকেছে। এছাড়াও ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের একটি একাউন্টে ১০ লক্ষ টাকা ঢুকেছিল লটারির পুরষ্কার হিসেবে। এতবার লটারিতে লক্ষাধিক টাকা ঢোকায় কালো টাকার সাদা করার সন্দেহ আরো জোরদার হয়েছে।

এদিকে লটারির পুরস্কার হিসেবে অনুব্রত বা তার মেয়ে সুকন্যার একাউন্টে আরো কোন জায়গা থেকে টাকা ঢুকেছে কিনা সে বিষয়টা এখনো খতিয়ে দেখছে সিবিআই। অনন্তকালে সংস্থার সন্দেহ বেআইনি সূত্রে পাওয়া টাকা নগদ লটারির টিকিটের মালিক কে দিয়ে তার কাছ থেকে লটারির টিকিটটি কিনে নিতেন অনুব্রত মণ্ডল। এরপর সেই টিকিট লটারি সংস্থায় জমা দিয়ে টাকা তুলতেন তারা।