সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘মকর সংক্রান্তির আগে পৌষমাস, মলমাস শেষে শুভ কাজে নামব’! ফের নয়া ডেডলাইন শুভেন্দুর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৪:৩৯ পিএম | আপডেট: জানুয়ারি ২, ২০২৩, ১০:৩৯ পিএম

‘মকর সংক্রান্তির আগে পৌষমাস, মলমাস শেষে শুভ কাজে নামব’! ফের নয়া ডেডলাইন শুভেন্দুর
‘মকর সংক্রান্তির আগে পৌষমাস, মলমাস শেষে শুভ কাজে নামব’! ফের নয়া ডেডলাইন শুভেন্দুর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বর মাসে তিনটি তারিখের কথা বারবার বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী ছিল ওই তিন তারিখে রাজ্যে ধামাকা হবে। শুভেন্দুর ঘোষণা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। ওই তারিখগুলিতে বড় কিছু ঘটার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে তা কী হবে, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেছিলেন না। তবে, রাজ্য সরকার পড়ে যাওয়া তো অনেক দূরের বিষয়, শুভেন্দু ঘোষিত ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর কিছুই হয়নি। এই নিয়ে শুভেন্দুকে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

ডিসেম্বরের ঘোষিত তিন তারিখের পর এবার সোমবার তৃণমূল সরকারের উৎখাতের নয়া দিনক্ষণ ঘোষণা করলেন শুভেন্দু। ‘বড় ডাকাত’-এর ব্যবস্থা করবেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী এই সময়ের মধ্যেই। এমনকি সব গ্রাম থেকে চোর- ডাকাতদের তাড়ানোর জন্য বিজেপির কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুর ১ উত্তর মণ্ডলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির এই প্রথমসারির নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক।

এদিন ভগবানপুরের ১ উত্তর মণ্ডলের কর্মী সম্মেলন থেকে তিনি বলেন, “আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। মকর সংক্রান্তির আগে পৌষমাস। মলমাস চলে যাওয়ার পর আমরা শুভ কাজে নামব। এই ‍‍`তোলামূল পার্টি‍‍`-কে গোড়া থেকে উৎখাত করে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তুষ্টিকরণ, তোষণের রাজনীতি আমরা খতম করবই।”

এদিনের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে ফের একবার পঞ্চায়েত এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিয়েছেন শুভেন্দু। এর পাশাপাশি রাষ্ট্রবাদী ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের অঙ্গীকার করেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, ‘তৃণমূলের চোরেদের সাফাই করতে হবে। বড় চোর ডাকাতদের ডিসেম্বরে সাফাই করতে পারিনি। তবে এর মধ্যে করব। বড় ডাকাতদের আমরা তুলবো। ছোট ডাকাতদের আপনারা একদম গোড়া থেকে তুলে ফেলবেন। সব গ্রাম থেকে চোরদের তাড়াতে হবে। চোরেদের তাড়িয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে, হেমন্ত বিশ্ব শর্মা অসমে যেমন দেশ বিরোধী, মানুষের ওপর অত্যাচারকারী, মহিলা নির্যাতনকারী শক্তিকে যেমন সাফ করছেন, আমরাও পশ্চিমবঙ্গকে সাফ করব।’

অন্যদিকে আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন যে, ২৪ এর লোকসভা নির্বাচনে ৪০০ আসন নিয়ে মোদী দেশের ক্ষমতায় ফিরবেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমুলক লোকসভা কেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মোদীজির কোনও বিকল্প নেই।তিনি বিশ্বনেতা। ওঁকে আমরা কাঁথি ও তমলুক লোকসভা উপহার দেব। সেটা করতে হলে আগে পঞ্চায়েত জিততে হবে।জনসংযোগ গড়তে হবে। জনসংযোগ তৈরি করুন।বুথ বৈঠক করুন।চাটাই সভা করুন।’

এছাড়াও সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নজরুল মঞ্চ থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি ঘোষণা করেছে শাসকদল। সেই নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘দিদিকে বলোর মতো নতুন নাটক। দিদিকে বলো হেল্পলাইনে ফোন করে কেউ কোনও সুযোগ সুবিধা পায়নি। পায়ের তলার মাটি নড়বড়ে তাই এই কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেখাদেখি অঞ্চলে অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’