সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে’! বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৪:৩৫ পিএম | আপডেট: এপ্রিল ১৮, ২০২২, ১২:০৮ এএম

‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে’! বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে’! বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে অসুস্থ হতে হাসপাতালে ভর্তি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অণ্ডকোষ এবং শ্বাসকষ্টের নানা সমস্যা দেখা দিয়েছে তাঁর। তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। রাজনৈতিক মহলের অনেকেরই বক্তব্য সিবিআই জেরা এড়াতে হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা।  এই আবহে এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে। 

চাঁদপাড়ায় এক পথসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তৃণমূলের এই দাপুটে নেতাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

বিজেপি বিধায়ক বলেন, ‘বগটুই কাণ্ড  আমরা দেখেছি। ১০ জন মানুষকে অসহায় অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। পেট্রল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে। আর সেই ঘটনার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ওই উডবার্ন ওয়ার্ডে থেকে ফিরতে দেবে না। কারণ, যদি তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কুকর্ম আছে সব সিবিআই-এর কাছে উগরে দিতে হবে।’

এখানেই শেষ নয়, তিনি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে আরও বলেন যে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে সিবিআই এর হাত থেকে পার পাওয়া যাবে না। যদিও বিজেপি বিধায়কের এই ধরনের আশঙ্কাকে পাত্তা ও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এই মন্তব্য প্রসঙ্গে গাইঘাঁটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, এই ধরণের কথার যুক্তি নেই। পাশাপাশি তিনি এও জানান, ‘আইন আইনের পথেই চলবে। ভ্রান্ত রাজনীতি করতে চাইছে বিজেপি।’ 

প্রসঙ্গত উল্লেখ্য, হাসপাতাল সূত্রে খবর, নানা সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে সংক্রমণ হয়েছে।  ইতিমধ্যেই সেই সংক্রমণের চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড।