শুক্রবার, ১৭ মে, ২০২৪

আবারও কেষ্ট গড়ে CBI! ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে নোটিস, সংস্থার নথি তলব

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১২:২০ পিএম | আপডেট: অক্টোবর ১৩, ২০২২, ০৬:২৯ পিএম

আবারও কেষ্ট গড়ে CBI! ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে নোটিস, সংস্থার নথি তলব
আবারও কেষ্ট গড়ে CBI! ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে নোটিস, সংস্থার নথি তলব

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও কেষ্ট-গড়ে অনুব্রত মণ্ডল। পুজো মেটার সঙ্গে সঙ্গে ফের একবার বীরভূমে তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই-এর। ফের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। সুকন্যার সংস্থার নথি তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, আগামী সোমবারের মধ্যে সেই নথি সিবিআইকে দেখাতে হবে।

এদিকে, পুজোর আগে বেশ কয়েকবারই সিবিআই বোলপুরের অস্থায়ী ক্যাম্পে থেকেছে। সেখান থেকে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা গরু পাচার মামলায় একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন। বিশেষ করে গরু পাচারের টাকা কোন খাতে ব্যবহৃত হত, অনুব্রতর নামে-বেনামে সম্পত্তির পরিমাণ কতো এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির উৎস জানতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। এর পাশাপাশি অনুব্রতর ব্যাঙ্কের লেনদেনের অপর নজর রয়েছে সিবিআই-এর আধিকারিকদের।

সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড লিমিটেডকে আবারও নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই নোটিসে বলা হয়েছে, কোম্পানির যাবতীয় কাগজপত্র, নথি নিয়ে আগামী সোমবারের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে সুকন্যাকে। সিবিআই-এর আধিকারিকরা মনে করছেন যে, গরু পাচারের লাভের টাকা সুকন্যার সংস্থার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। সেই জন্যই বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

সুকন্যার পাশাপাশি এই সংস্থার অপর অংশীদার বিদ্যুৎবরণ গায়েনকেও নোটিস পাঠানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে, অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের মাধ্যমে একাধিক সম্পত্তি কেনা হয়েছে। সেই টাকার উৎসই জানতে চাইছে সিবিআই।