রবিবার, ০৫ মে, ২০২৪

ফের উদ্ধার বিপুল পরিমাণে টাকা! এবার চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৭:১২ পিএম | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২, ০১:১২ এএম

ফের উদ্ধার বিপুল পরিমাণে টাকা! এবার চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান
ফের উদ্ধার বিপুল পরিমাণে টাকা! এবার চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান

রাজ্যে একের পর এক দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার চিটফান্ড মামলায় গ্রেফতার করা হলো হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। তার কাছ থেকে বিপুল পরিমাণে টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। তিনি সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলায় মূল অভিযুক্ত।

সিবিআই সূত্রের খবর, সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে রাজু সাহানীর নাম উঠে আসে। এরপর শুক্রবার তার নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকেই বিপুল পরিমাণে টাকা এবং দেশি পিস্তল উদ্ধার হয়েছে বলে খবর।

এদিন তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, তদন্তে সহযোগিতা করেননি রাজু সাহানি। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। কেন্দ্রের তদন্তকারী সংস্থা আরো দাবী করে জানিয়েছে, রাজস্থানের কাছ থেকে একটি থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। মূলত মনে করা হচ্ছে এই একাউন্টের মাধ্যমেই টাকার লেনদেন করা হতো।

একসময়ের প্রভাবশালী বাম কাউন্সিলর লক্ষণ সাহানির ছেলে তিনি। কিভাবে তার কাছে এই বিপুল পরিমাণ অর্থ এলো তা নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই। এই ঘটনার সঙ্গে আরও কোন বড় মাথা জড়িয়ে আছে কিনা সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।