সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘সিপিএম দলটা বিজেপির মতো মিথ্যাবাদীর দল নয়’! বামেদের প্রশংসা অনুব্রতর মুখে

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৯:৫৫ পিএম | আপডেট: মার্চ ৩, ২০২২, ০৪:৫২ এএম

‘সিপিএম দলটা বিজেপির মতো মিথ্যাবাদীর দল নয়’! বামেদের প্রশংসা অনুব্রতর মুখে
‘সিপিএম দলটা বিজেপির মতো মিথ্যাবাদীর দল নয়’! বামেদের প্রশংসা অনুব্রতর মুখে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ১০৮ পুরভোটের মধ্যে আজ ১০৭ পুরসভার ফল ঘোষণা হল। ১০৮ টি পুরসভায় ভোট হলেও আজ গণনা হয় ১০৭ পুরসভায়। দিনহাটা আগেই চলে গিয়েছে শাসকদল তৃণমূলের দখলে। দিনহাটার ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভাও দখল করল তৃণমূল। রাজ্যে ১০৮ পুরসভার মধ্যে ১০০ পার করেছে রাজ্যের শাসকদল। ১০২ পুরসভাই গেছে তৃণমূলের দখলে। একটিতে জয়ী হয়েছে বামেরা আর একটিতে জিতেছে অন্যান্যরা। ৩ টি পুরসভা ত্রিশঙ্কু। কাজেই রাজ্যের ১০৮ পুরসভার ভোটে একেবারে ধরাশায়ী বিজেপি। 

এবার পুরভোটের এই ফল নিয়ে বিজেপিক কটাক্ষ করতে ছাড়লেন না বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, ফলপ্রকাশের দিন বিকেল ৫ টার পর হকি খেলা হবে। সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে, অনুব্রত মণ্ডল বলেন, ‘ফল প্রকাশের পর ধস নেমে গিয়েছে বিরোধী শিবিরে। কেউ খেল ১০ টা গোল, কেউ খেল ২০ টা গোল। আর কী, বিরোধীদের মনমেজাজ খারাপ হয়ে গেছে। আর খেলতে রাজি নয়। ফ্যান্টাস্টিক খেলা হল। একতরফা হয়ে গেল, তবে যেই হারুক বা জিতুক খেলা বন্ধ হবে না। 

এই পুরভোটের ফলাফলে সিপিএম ছাড়া কেউ টিকতে পারেনি। কিন্তু সিপিএম পারলেও, বিজেপি কেন পারল না? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘তবুও তো সিপিএম সব জায়গায় ভোট পেয়েছে। ওরা ২০১৯ সালে যে ভুলটা করেছিল তার সংশোধন করেছে। ফলে আবার কিন্তু সিপিএম ভোট পাচ্ছে। আমার এখানেও দুশো ভোট পেয়েছে। সিপিএম সব জায়গায় মাথাচাড়া দিয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের কিছু সংগঠন রয়েছে। আর সিপিএম দলটা তো আর নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদীর দল নয়!’

অন্যদিকে, তিনি আরও বলেন যে, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে। ভাঁওতাবাদ বিজেপি বিধানসভা ভোটে অনেক বড় বড় কথা বলেছিল। মানুষ সেই মিথ্যা কথার জবাব দিয়েছে। সামনে তেইশের পঞ্চায়েত নির্বাচন। আবার বলছি, বিডিও অফিস ঘিরবে না। যে যার ইচ্ছে মতো মনোনয়ন ফাইল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ভোট হবে। আবার প্রত্যেক পঞ্চায়েতে জয়জয়কার হবে তৃণমূল কংগ্রেসের। কারণ মমতা বন্দ্যোপাধ্য়ায় রয়েছে। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।’