শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মর্মান্তিক! ছুটিতে বাড়ি এসেছিলেন! দিঘির জলে ডুবে মৃত্যু বাঙালি সেনা জওয়ানের

শ্রেয়সী দত্ত

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৫:২৭ পিএম | আপডেট: এপ্রিল ১২, ২০২২, ১১:২৭ পিএম

মর্মান্তিক! ছুটিতে বাড়ি এসেছিলেন! দিঘির জলে ডুবে মৃত্যু বাঙালি সেনা জওয়ানের
মর্মান্তিক! ছুটিতে বাড়ি এসেছিলেন! দিঘির জলে ডুবে মৃত্যু বাঙালি সেনা জওয়ানের

যাঁরা ভারতীয় সেনায় কাজ করেন তাঁদের কাছে বাড়ি ফেরা কোন‌ও আনন্দ উৎসবের থেকে কম নয়! কারণ চাইলেও মেলেনা ছুটি! গোটা বছরটাই কেটে যায় পরিবার থেকে দূরে! আর এবার ছুটিতে বাড়িতে ঘুরতে এসে অকালে মৃত্যু হল ভারতীয় এক সেনা জওয়ানের। ওই ভারতীয় সেনা জওয়ান পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। সদ্য বাড়ি এসেছিলেন।সেখানেই দিঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তাঁর।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার। মৃত ওই সেনা জওয়ানের নাম রিন্টু মন্ডল। বয়স মাত্র ২৫ । বীরভূমের নানুর থানার অন্তর্গত নতুন গ্রামের বাসিন্দা রিন্টু বর্তমানে কাশ্মীরে কর্মরত ছিলেন।‌ তিনি ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের দায়িত্বে ছিলেন।

আঞ্চলিক সূত্র মারফত খবর, মাত্র ৬ দিন আগে ছুটিতে বাড়ি আসেন রিন্টু। সোমবার  গ্রামে ছিল শিব পুজো। আর সেই পূজার অনুষ্ঠানে অংশ নিতে বিকেলে স্থানীয় একটি দিঘিতে স্নান করতে যান। তখনই সেই দিঘির জলে তলিয়ে যান তিনি। অত্যন্ত মিশুকে স্বভাবের ছেলে রিন্টুর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারসহ গ্রাম। একজন সুস্থ, সবল ছেলের এহেন অকালমৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।