বুধবার, ০৮ মে, ২০২৪

স্কুল চালু নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? ফেব্রুয়ারির এই তারিখের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৩:২৮ পিএম | আপডেট: মে ২৯, ২০২২, ০৬:২০ পিএম

স্কুল চালু নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? ফেব্রুয়ারির এই তারিখের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের
স্কুল চালু নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? ফেব্রুয়ারির এই তারিখের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের / প্রতিকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের করোনা পরিস্থিতি ফের কিছুটা হলেও, নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে কিছু কিছু রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় কী ভাবছে এ রাজ্যের সরকার? আগামী মাসের ১৪ তারিখের মধ্যে তা পরিষ্কারভাবে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 


এবার করোনা কালে রাজ্যের স্কুল চালু করা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই মামলাগুলির শুনানি ছিল উচ্চ আদালতে। এবার বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্কুল খোলা নিয়ে সরকারের মতামত জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। 


উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য করোনাবিধি মেনে স্কুল চালুর ব্যাপারে উদ্যোগী হলেও, বাংলায় এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও পদক্ষেপ গৃহীত হয়নি। 


এদিন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। দিনের পর দিন রাজ্যের সব স্কুল বন্ধের কারণে পড়ুয়ারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে আদালতে জানান তিনি। করোনাবিধি মেনে অবিলম্বে রাজ্যে স্কুল চালু করার পক্ষেও সওয়াল করেন তিনি। 


তবে, অন্যদিকে, এ ব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে, বর্তমান পরিস্থিতিতে সব দিক খতিয়ে দেখতে চায় রাজ্য সরকার। তবে রাজ্যও স্কুল চালুর ব্যাপারে উৎসাহী বলেও এদিন জানান তিনি। এদিন তিনি আরও জানান রাজ্যজুড়ে কমবয়সীদের টিকাকরণ চালু রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৩৩ লক্ষের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তিনি জানান, স্কুল খোলার আগে ৮৫ শতাংশ পড়ুয়ার প্রথম দফার টিকাকরণ শেষ করতে চাইছে রাজ্য সরকার। যদিও স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকারের মতামত কী, তা তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন। এছাড়াও স্কুল শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর, অভিভাবক, পড়ুয়াদেরও মতামত নিতে চাইছে রাজ্য সরকার।


এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, ‘ওমিক্রমের জন্য দ্রুত হারে সংক্রমণ বাড়ছে। এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সব কথা মাথায় রাখতে হয়। এই টিকা যে পোলিও‍‍`র মতো সুরক্ষা দেবে সেটা বলা যায় না। এছাড়া ১৫ বছরের নীচে বাচ্চাদের এখনও ভ্যাকসিন হয়নি।’ এজি জানান, পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরুর কথা ভাবছে সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে রাজ্যের স্কুল খোলার দাবি তুলেছে একাধিক সংগঠন। গত কয়েকদিন ধরে শহর কলকাতা-সহ জেলাগুলিতেও এব্যাপারে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর পক্ষেই সওয়াল করেছেন। এ ব্যাপারে এবার তৎপর হল কলাকতা হাইকোর্টও।