রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা! পুলিশের তৎপরতায় উদ্ধার টাকা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৮:৩০ পিএম | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০২:৩২ এএম

মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা! পুলিশের তৎপরতায় উদ্ধার টাকা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত
মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা! পুলিশের তৎপরতায় উদ্ধার টাকা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত

এই ঘটনা হার মানাবে সিনেমার স্ক্রিপ্টকেও।  একেবারে ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ছিনতাই করল দুষ্কৃতি। এদিকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই আবার উদ্ধার হল সেই টাকা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা কুশিদা গামী রাজ্য সড়কে।

পুলিশ সূত্রে খবর ব্যাংক থেকে টাকা তুলে চন্ডিপুর কাস্টমার সার্ভিস পয়েন্টে যাচ্ছিলেন শাহজামাল। বাইকে করে ২ লক্ষ ৬৭ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তাকে আরো দুটি বাইক ঘিরে ধরে। মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে পেশায় সিভিক ভলেন্টিয়ার শাহজামাল সঙ্গে সঙ্গে খবর দেয় হরিশ্চন্দ্রপুর থানায়।

খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর থানার আইসি তৎপর হন। এদিকে ততক্ষণে ছিনতাইবাজদের বাইকের নম্বর দেখে নিয়ে পুলিশকে সেই বিবরণ দিয়েছিল শাহ জামাল। এরপর আইসির নির্দেশ পাওয়া মাত্রই অভিযুক্তদের ধরতে শুরু হয় অভিযান। চাচল থানার সাহায্যে এক ঘন্টার মধ্যেই গোবিন্দপুর ঘাট থেকে পাকড়াও করা হয় এক অভিযুক্তকে। অপর জনের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনসুর আলম। তার বাড়ির চাচোল থানার সুরতপুর এলাকায়। তার কাছ থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা, মোটর বাইক, দেশি পিস্তল এবং মোটর বাইক উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান অভিযুক্তদের বিহারে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এই মোটা ঘটনায় বড় কোন চক্র যুক্ত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চন্ডিপুর সিএসপির মালিক তথা সিভিক ভলেন্টিয়ার শাহজামাল বলেন, হরিশ্চন্দ্রপুর মেইন ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে সিএসপিতে যাচ্ছিলাম। যাওয়ার পথে মাঝ রাস্তায় দুটি বাইক আমাকে ঘিরে ধরে মাথায় বন্দুক ঠেকায়। প্রাণে মারার হুমকি দিয়ে টাকা লুট করে নিয়ে যায়। সাথে সাথে পুলিশকে খবর দিতে এক ঘণ্টার মধ্যে ধরা পড়েছে অভিযুক্ত।