শনিবার, ১৮ মে, ২০২৪

অবিলম্বে আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর! আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মমতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:০৪ পিএম | আপডেট: মার্চ ২৪, ২০২২, ০৯:০৪ পিএম

অবিলম্বে আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর! আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মমতার
অবিলম্বে আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর! আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রামপুরহাটকাণ্ডে জল অনেকদূর গড়িয়েছে। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।

এদিন কথামতো বগটুই গ্রামে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের কথা শোনেন। সে দিন রাতে ঠিক কী ঘটেছিল, কারা ঘটিয়েছিল এই ঘটনা? সব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। এদিন ওখানে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রীর সামনে তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন নিহতদের পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, আনারুলের নির্দেশেই আগুন লাগানো হয়েছিল সেদিন। এবার সেই আনারুলকেই দ্রুত গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী কড়া হুশিয়ারের সুরে বলেন যে, এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। কিন্তু, ওঁরা তার কাছে অভিযোগ করেছিল। কেন তা সত্ত্বেও পুলিশ পাঠায়নি তা জানা দরকার। ওকে গ্রেফতার করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।’ এখানেই থেমে যাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখানকার যিনি এসডিপিও ছিলেন তিনি যখন দেখলেন একজনের মৃত্যু হয়েছে তখন কেন তিনি উপযুক্ত পদক্ষেপ করলেন না যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে! এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। এসডিপিও তাঁর দায়িত্ব পালন করেননি। আইসি-ও তাঁর দায়িত্ব পালন করেনি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেনি এবং ঘটনার প্রেক্ষিতে যাঁরা পুলিশকে ঠিকমতো কাজে লাগাননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই।’

অন্যদিকে, এদিন বগটুই গ্রামের ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘খুন হওয়াটাও খারাপ, আগুন লাগিয়ে পুড়িয়ে মারাটাও খারাপ। দুটি ঘটনার তীব্র নিন্দা করছি। কোনও কথা শুনতে চাই না। কেউ যাতে পালিয়ে না যেতে পারে নিশ্চিত করুন।’

পাশাপাশি এদিন বগটুই গ্রামে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলোর উদ্দেশে ক্ষতিপূরণ-এর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা নগদ দেওয়া হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি আবার তৈরি করার জন্য ১ লাখ টাকা দেওয়া হবে। প্রয়োজনে ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। আগুনে পুড়ে গিয়ে যাঁরা ৬০ শতাংশ জখম হয়েছেন, তাঁদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আর আগুনে পুড়ে জখম ৩ শিশুকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার  সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার। একথা এদিন স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এখানেই শেষ নয়, ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই চাকরি মুখ্যমন্ত্রীর নিজস্ব কোটাতে কোনওরকম ইন্টারভিউ ছাড়াই হবে। প্রথমে মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছরের মধ্যে গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরি হবে। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বগটুইয়ে দাঁড়িয়ে বলেন, ‘নিজের কোটা থেকে আমি ১০ জনকে চাকরি দেব।’

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই নিহতদের পরিবারের একজন অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীকেই তাঁকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।