সোমবার, ০৬ মে, ২০২৪

দিনভর উত্তপ্ত নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে শেষ হাসি তৃণমূলের, শূন্য আসন বিজেপির

মৌসুমি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৭:২৬ পিএম | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ০১:২৬ এএম

দিনভর উত্তপ্ত নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে শেষ হাসি তৃণমূলের, শূন্য আসন বিজেপির
দিনভর উত্তপ্ত নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে শেষ হাসি তৃণমূলের, শূন্য আসন বিজেপির

সমবায় সমিতির নির্বাচনের দিনভর উত্তপ্ত রইল নন্দীগ্রাম। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর গড়ে শেষ হাসি হাসলো তৃণমূল। নির্বাচনের সব আসনেই জয় হল শাসকদলের। অন্যদিকে খাতায় খুলতে পারল না বিজেপি।

বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ছিল এদিন। এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। এমনকি রক্তারক্তি কাণ্ডও ঘটেছে। শেষ পর্যন্ত ফল প্রকাশ হতেই দেখা গেল কোনোভাবেই টিকে থাকতে পারল না বিজেপি। ১১ টি আসনের প্রতিটিতেই জয়লাভ করেছে তৃণমূল। যদিও আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসকদল।

এদিন ফল প্রকাশ হতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মীসমর্থকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতির এহেন জয়ে বাড়তি অক্সিজেন পাবে শাসক দল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে জয়লাভ করে আরও বেশ খানিকটা আত্মবিশ্বাসী শাসক দল। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, এরপর পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামে বিজেপিকে আরো কোণঠাসা করবে তারা।

যদিও এদিন সকালে বিজেপির তরফে বহিরাগতদের ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। আর এই অভিযোগ কে ঘিরেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। দুই দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েকজন আহত হয়। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।