শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবতার নজির পিংলার যুবকের

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৩:২২ পিএম | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ০৯:৩৪ পিএম

রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবতার নজির পিংলার যুবকের
রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবতার নজির পিংলার যুবকের

রাস্তায় পড়ে থাকা ১ লক্ষ টাকার ব্যাগ কুড়িয়ে তা ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন পিংলার যুবক। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মালিগ্রামে ঘটে এই ঘটনা। আর এই খবর জানাজানি হতেই যুবকের তারিফ মেতেছে পিংলাবাসী।

জানা গিয়েছে, এদিন সকালে মালিগ্রামের নয়া এলাকায় একটি ব্যাগ রাস্তায় ওপর পড়ে থাকতে দেখে যায়। স্থানীয় এক যুবক তা দেখে তৎক্ষনাৎ ওই ব্যাগ কুড়িয়ে তা এলাকার দুই বিশিষ্ট সমাজসেবী মানিক খান ও প্রতাপ প্রামানিককে দেন। তাঁরা ব্যাগ খুলে দেখতেই চক্ষু চড়কগাছ! ব্যাগের ভিতর ১ লক্ষ টাকা৷ এরপর সেই টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে তাঁরা ব্যাগের মালিকের খোঁজ শুরু করেন।

জানা যায়, পিংলার জলচক এলাকার বাসিন্দা তপন বেরা ভাইয়ের মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা ব্যাগে নিয়ে ঘাটাল যাচ্ছিলেন। কোনও ভাবে সেই ব্যাগ রাস্তায় পড়ে যায়। এদিকে সেই ব্যাগ খুঁজে পান ওই যুবক৷ যিনি তা তুলে দেন দুই সমাজসেবীর হাতে।

তারপরই শুরু হয় ব্যাগ হারিয়ে যাওয়া ব্যাক্তির খোঁজ। বহু চেষ্টার পর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। এরপর তাঁকে ব্যাগ ভর্তি এক লক্ষ টাকা ফিরিয়ে দেন পিংলার ওই দুই বিশিষ্ট সমাজসেবী।

এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাগ কুড়িয়ে পাওয়া ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পাশাপাশি যিনি ব্যাগ হারিয়েছিলেন সেই ব্যক্তিকে খুঁজে বের করে তাঁকে টাক ফিরিয়ে দেওয়ার জন্য ওই দুই সমাজসেবীকেও কুর্নিশ জানিয়েছেন পিংলাবাসী।