শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দাবি আলাদা রাজ্যের! উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচি, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ১০:৫৪ এএম | আপডেট: ডিসেম্বর ৬, ২০২২, ০৪:৫৪ পিএম

দাবি আলাদা রাজ্যের! উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচি, চূড়ান্ত হয়রানি যাত্রীদের
দাবি আলাদা রাজ্যের! উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচি, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

চাই আলাদা রাজ্য। মূলত এই দাবিতে উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি পালন করছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এই পথ দিয়ে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু ট্রেন চলে। এই ধর্মঘটের ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

নিউ জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও নিউ কোচবিহার স্টেশনে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিউ ময়নাগুলি স্টেশনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আন্দোলন। এর জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন।মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রেল অবরোধের ডাক দিয়েছিল তাদের সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড। সেইমতো পতাকা হাতে নিয়ে রেল অবরোধে নামেন সংগঠনের সদস্যরা। যোগ দিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথমঞ্চ।

ময়নাগুড়িতে থমকে গিয়েছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চাকা। অবরোধের জেরে কোচবিহার, মালদহেও রেল চলাচল বিপর্যস্ত। আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এদিকে ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন যাত্রীরা। তবে কোনওভাবেই ১২ ঘণ্টার আগে এই অবরোধ উঠবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করছেন যাত্রীরা।