রবিবার, ১৯ মে, ২০২৪

নজরে পঞ্চায়েত ভোট! দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১০:৪২ এএম | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২২, ০৪:৪২ পিএম

নজরে পঞ্চায়েত ভোট! দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত
নজরে পঞ্চায়েত ভোট! দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত

১০০ দিনের কাজ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই বিষয় নিয়েই আলোচনা করতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এই বিষয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের রণনীতি নিয়েও আলোচনা হতে পারে।

১০০ দিনের টাকা রাজ্য পাচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ১০০ দিনের কাজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে দিল্লি যাত্রা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে বঙ্গ বিজেপি।

২০২৩ এর লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নামতে রাজধানীতে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। অন্তর্দ্বন্দ্ব, একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলকে বারবার নিশানা করেছে পদ্মশিবির। তবে বারবার গেরুয়া শিবিরের যে অন্তর কোন্দল প্রকাশ্যে আসছে সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বেশ কিছু দাওয়াই দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকের নেতৃত্বে বি এল সন্তোষ, আমন্ত্রিত জেপি নাড্ডা। থাকবেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যরা। এছাড়াও বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে রাজ্য নেতৃত্বের কোঅর্ডিনেশন তৈরিতে জোর দেওয়া হতে পারে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনে কোন কোন বুথে বিজেপি ভালো ফল করতে পারে বা কোন কোন জায়গা থেকে জেতার সম্ভাবনা রয়েছে সে সমস্ত নিয়ম ব্লু প্রিন্ট তৈরি হতে পারে বৈঠকে।