রবিবার, ০৫ মে, ২০২৪

স্কুলে এক ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলেই চমক লাগবে পড়ুয়াদের! নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

মৌসুমী মোদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৩:২১ পিএম | আপডেট: অক্টোবর ২৬, ২০২২, ০৯:৫৫ পিএম

স্কুলে এক ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলেই চমক লাগবে পড়ুয়াদের! নয়া পদক্ষেপ রাজ্য সরকারের
স্কুলে এক ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলেই চমক লাগবে পড়ুয়াদের! নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

প্রতিবছরই কলেজে নবাগত পড়ুয়াদের নবীন বরণের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানোর রীতি রয়েছে। কলেজে আগত নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এবার রাজ্যের স্কুলগুলিতেও এই রীতি চালু হতে চলেছে। স্কুলে এক ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলেই নবীন বরণ করে অভ্যর্থনা জানানো হবে পড়ুয়াদের। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  

ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ১৩ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। কালী পুজোর পর স্কুল খুললেই প্রতিটি স্কুলে রাজ্য শিক্ষা দপ্তরের এই ১৩ দফা নির্দেশিকা পাঠানো হবে। স্কুলে এক ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলেই নবীন বরণ করে নেওয়ার এমন অভ্যর্থনার নাম দেওয়া হয়েছে Graduation Ceremony। প্রতিবছর জানুয়ারি মাসের ২ তারিখ বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। 

এবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে তেরোটি গাইডলাইন প্রকাশিত হয়েছে তাতে চোখ বুলিয়ে নেওয়া যাক-

১/ প্রতি বছর জানুয়ারি মাসের ২ তারিখ Graduation Ceremony পালন করতে হবে।

২/ এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়া প্রতিটি পড়ুয়াকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রধান শিক্ষককে সম্মান জানাতে হবে।

৩/ ক্লাস টিচার সমস্ত পড়ুয়াদের একসঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

৪/ ক্লাস টিচার এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের চকলেট, মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানাবেন।

৫/ নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা তাদের পরিচয় ক্লাস টিচারকে জানাবে।

৬/ উত্তীর্ণ হওয়া প্রতিটি পড়ুয়াকে প্রধান শিক্ষক স্কুলের ইতিহাস সম্পর্কে এবং রাজ্য সরকারের তরফ থেকে ইউনিফর্ম, ব্যাগ, বই খাতা, মিড ডে মিল সহ যে সকল পরিষেবা দিয়ে আসছে তার সম্পর্কে জানাবেন।

৭/ স্কুলের নির্দিষ্ট একটি জায়গায় ফটো কর্নার থাকবে। সেখানে পড়ুয়ার নিজেদের ছবি ও জন্ম তারিখ সহ লাগাবে।

৮/ ক্লাস টিচারের সঙ্গে পড়ুয়াদের প্রতিবছর ছবি নিতে হবে। সেই ছবি ফটো কর্নারে লাগাতে হবে।

৯/ প্রতিটি পড়ুয়াকে প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ চিঠি দিতে হবে।

১০/ নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিটর, মিড ডে মিল মনিটর বেছে নিতে হবে।

১১/ এই সময়সীমার মধ্যেই গ্রুপ লার্নিং এর জন্য ছাত্র-ছাত্রীদের যুক্ত করতে হবে।

১২/ পঠন পাঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা প্রদান করা যায় এমনভাবেই পড়ুয়াদের ক্লাসে বসার জন্য এমন ব্যবস্থা করতে হবে।

১৩/ এই অনুষ্ঠান পালনের দৃশ্য তথ্যচিত্র আকারে তুলে ধরতে হবে। প্রতিবছর বুকলেট আকারে তা প্রকাশ করতে হবে।