শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কল্যাণীতে ছুরি হাতে তাণ্ডব এক ব্যক্তির! এলোপাথাড়ি ছুরির আঘাতে আহত কনস্টেবল-সহ ৫

আত্রেয়ী সেন | মলয় দে

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৫:০৯ পিএম | আপডেট: এপ্রিল ৬, ২০২২, ১১:০৯ পিএম

কল্যাণীতে ছুরি হাতে তাণ্ডব এক ব্যক্তির! এলোপাথাড়ি ছুরির আঘাতে আহত কনস্টেবল-সহ ৫
কল্যাণীতে ছুরি হাতে তাণ্ডব এক ব্যক্তির! এলোপাথাড়ি ছুরির আঘাতে আহত কনস্টেবল-সহ ৫

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ ছুরি হাতে ভয়ঙ্কর তাণ্ডব করলেন এক ব্যক্তি। এর জেরে জখম হলেন এক জিআরপি কনস্টেবল ও এক সিভিক ভলেন্টিয়ার-সহ মোট ৫ জন। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগ, মঙ্গলবার রাতে ৯ টা নাগাদ প্রথমে কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে জিআরপির কনস্টেবল শোভন ঘোষ এবং এক সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দত্তকে ছুরি দিয়ে আঘাত করে ইয়াকুব বিশ্বাস নামের এক ব্যক্তি। এরপর কল্যাণী স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আইটিআই মোড়ে এক বিরিয়ানি ব্যবসায়ী-সহ মোট তিনজনের ওপরে আচমকাই হামলা চালায় সে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে যে, ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছেন সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দত্ত। তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতরা ভর্তি রয়েছেন কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। 

এদিকে, রাতেই ইয়াকুব বিশ্বাসকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। পরে তাকে তুলে দেওয়া হয় জিআরপি-র হাতে। তার থেকে ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত ইয়কুব নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার নাগাদি গ্রামের বাসিন্দা। কেন সে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।