ট্রলিব্যাগে মায়ের দেহাংশ নিয়ে হাজির থানায়! বাংলার তরুণীর কাণ্ডে চক্ষু চড়কগাছ বেঙ্গালুরুর পুলিশের
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চুল এলোমেলো, হাতে একটা ট্রলিব্যাগ। সেটা নিয়ে সোজা হাজির থানায়। থানায় ঢুকে সোজা গেলেন পুলিশ আধিকারিকের কাছে। পুলিশকে উদ্দেশ্য করে ওই মহিলার অকপট স্বীকারোক্তি, ‘মাকে খুন করেছি। এই ট্রলি ব্যাগে রয়েছে দেহাংশ।’