সোমবার, ১৩ মে, ২০২৪

এইসব কালজয়ী গানের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন কিংবদন্তি শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১১:২৩ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:৩৩ এএম

এইসব কালজয়ী গানের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন কিংবদন্তি শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়
এইসব কালজয়ী গানের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন কিংবদন্তি শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চলে গেলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বাংলা আধুনিক গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা আগেই চলে গিয়েছেন। এবার আরও এক নক্ষত্রের পতন। নিভল সন্ধ্যা-প্রদীপ। তিনি চলে গেলেও সুরের আকাশে তিনি চিরকাল উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবেন। 

১৯৩১ সালের ৪ অক্টোবর জন্মগ্রহন করেন। ঢাকুরিয়াতেই শিল্পীর জন্ম এবং বেড়ে ওঠা। ছোট থেকেই সঙ্গীতের প্রতি ছিল তাঁর টান। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কান্নান, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে তাঁর শিক্ষা শুরু হয়। তবে, তাঁর গুরু ছিলেন উস্তাদ বড়ে গোলাম আলি খান। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত হয়েও ছিলেন বাংলা আধুনিক গানের অন্যতম শিল্পী। মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইচাঁদ বড়াল, শচীন দেববর্মনের মতো সংগীত পরিচালকের তত্ত্বাবধানে ‘আঞ্জান গড়’, ‘তরানা’র মতো সিনেমার গানে নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। তিনি ১৭ টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্যে গায়িকা হিসেবে গান গেয়েছিলেন। এরপর ১৯৫২ সালে ব্যক্তিগত কারণে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তাঁর কাছ থেকে শ্রোতারা উপহার পেয়েছেন একের পর এক কালজয়ী গান। যা তাঁকে এনে দিয়েছে বহু পুরস্কার। 

একের পর এক প্রথম সারির পুরুষ সঙ্গীত শিল্পীর সঙ্গে জুটি বেঁধে বহু কালজয়ী গানে গলা দেন।  ‘সপ্তপদী’, ‘পথে হল দেরী’, ‘অগ্নি পরীক্ষা’, ‘দেওয়া নেওয়া’, ‘পিতা পুত্র’ – একের পর এক সিনেমায় তাঁর কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে। আজও সেই মুগ্ধতার রেশ একইরকম রয়েছে। সময় নাকি সুচিত্রা সেনের কন্ঠ হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না সংগীত পরিচালকরা। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু গান উপহার দিয়েছেন গীতশ্রী। 

ফিরে দেখে নেওয়া যাক, তেমনই কিছু কালজয়ী গান- ১) জয়জয়ন্তী ছবির- আমাদের ছুটি ছুটি, ২) নিশিপদ্ম চলচ্চিত্রের- ওরে সকল সোনা মলিন হল, ৩) সবার উপরে ছবির- ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ৪) পথে হল দেরি ছবিতে- এ শুধু গানের দিন, ৫) ওই একই ছবির আরও একটি গান- কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, ৬) হারজিত ছবির- মধুমালতী ডাকে আয়, ৭) মায়াবতী মেঘ এল তন্দ্রা, ৮) নায়িকা সংবাদ ছবির- কী মিষ্টি দেখ, ৯) দেয়া নেয়া ছবির- এগানের প্রজাপতি, ১০) অগ্নিপরীক্ষা ছবির- কে তুমি আমারে ডাকো। এখানেই শেষ নয়, আরও আছে। যেসব গানের মাধুর্য চিরকাল একইরকম থাকবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে একটা যুগের অবসান হল। বাংলা সঙ্গীত জগতের এমন এক ক্ষতি হল, যা কখনও পূরণ হওয়ার নয়।