শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

TRP তালিকায় ফের বাজিমাত, শীর্ষস্থান দখল ‘মিঠাই’-এর! বাকিরা কে কোথায়? দেখুন তালিকা

চৈত্রী আদক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৪:৩১ পিএম | আপডেট: আগস্ট ৪, ২০২২, ১০:৩১ পিএম

TRP তালিকায় ফের বাজিমাত, শীর্ষস্থান দখল ‘মিঠাই’-এর! বাকিরা কে কোথায়? দেখুন তালিকা
TRP তালিকায় ফের বাজিমাত, শীর্ষস্থান দখল ‘মিঠাই’-এর! বাকিরা কে কোথায়? দেখুন তালিকা

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মানেই টেলিপাড়ায় রেজাল্ট বেরোনোর দিন। এদিন বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারিত হয়। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ কিছু রদবদল লক্ষ্য করা যায়। তবে প্রথম স্থান দখল নিয়ে বরাবরই ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’-র মধ্যে চুলোচুলি লেগেই থাকত। কয়েক সপ্তাহ আগে অবশ্য এই লড়াইয়ে সামিল হয়েছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। টানা দু’সপ্তাহ প্রথম স্থান দখল করে নিয়েছিল এই ধারাবাহিক। তবে মাঝে টিআরপি তালিকায় বেশ কিছুটা ধাক্কা খেলেও গত সপ্তাহে পুনরায় শীর্ষস্থানে উঠে এসেছিল সকলের প্রিয় মোদক পরিবার। এই সপ্তাহেও তার অন্যথা হল না। ৮.৪ নম্বর নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ‘মিঠাই’।

উচ্ছেবাবুকে লক্ষ্য করে ওমির ছোঁড়া গুলি গিয়ে লাগে মিঠাইয়ের গায়ে। সেই থেকেই দীর্ঘদিন হাসপাতালে শয্যাশায়ী ছিল মিঠাইরানী। তবে দীর্ঘ লড়াইয়ের পর একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মোদক বাড়ির বৌমা। মিঠাইরানীকে মনোহরায় স্বাগত জানাতে কোনও খামতি রাখেনি হল্লা পার্টি। বাড়ি ফিরে আসার পর থেকেই মিঠাইয়ের প্রতি যথেষ্ট যত্নশীল হয়ে ওঠে সিদ্ধার্থ। মিঠাইয়ের সুবিধা অসুবিধার দিকে তার কড়া নজর। মিঠাইরানী আর উচ্ছেবাবুর কেমিস্ট্রি একেবারে চোখে পড়ার মতো। প্রথমদিকে মাসের পর মাস তালিকার শীর্ষে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও মাঝে তার কিছুটা ব্যাঘাত ঘটেছিল বটে। তবে আবারও নিজের হারানো গৌরব ফিরে পেল ‘মিঠাই’।

মিঠাইয়ের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।‌ ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’। প্রথম দিকে ‘গাঁটছড়া’ সবসময় প্রথম তিনের মধ্যে থাকলেও তার প্রাপ্ত নম্বর ক্রমশই কমছে। এই সপ্তাহে ৭.৪ নম্বর পেয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ‘গাঁটছড়া’। এরপর পঞ্চম স্থানে রয়েছে ‘গৌরী এলো’। এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৭.৩। কত নম্বর পেয়ে তালিকার অন্যান্য স্থানে কোন কোন ধারাবাহিক রয়েছে তা এক নজরে দেখে নিন।

প্রথম - মিঠাই (৮.৪) 
• দ্বিতীয় - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
• তৃতীয় - আলতা ফড়িং (৭.৫)
• চতুর্থ - গাঁটছড়া (৭.৪)
• পঞ্চম - গৌরী এলো (৭.৩)
• ষষ্ঠ - ধুলোকণা (৬.৮)
• সপ্তম - এই পথ যদি না শেষ হয় (৬.২)
• অষ্টম - মন ফাগুন (৫.৯) ও অনুরাগের ছোঁয়া (৫.৯)
• নবম - উমা (৫.৮)
• দশম - খেলনা বাড়ি (৫.১)