বুধবার, ০৮ মে, ২০২৪

অরিজিৎ-এর কনসার্টে ১৬ লাখের টিকিট! এত টাকা কী কাজে লাগান গায়ক? শুনলে কুর্নিশ জানাবেন

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৬:৫৪ পিএম | আপডেট: ডিসেম্বর ২, ২০২২, ১২:৫৪ এএম

অরিজিৎ-এর কনসার্টে ১৬ লাখের টিকিট! এত টাকা কী কাজে লাগান গায়ক? শুনলে কুর্নিশ জানাবেন
অরিজিৎ-এর কনসার্টে ১৬ লাখের টিকিট! এত টাকা কী কাজে লাগান গায়ক? শুনলে কুর্নিশ জানাবেন

বর্তমানে টলিউড ও বলিউড জগতের অন্যতম ‍‍`মেলোডি কিং‍‍` তিনি। সঙ্গীত জগতে তাঁর জনপ্রিয়তা আজ আকাশছোঁয়া। আদতে তিনি এক বঙ্গসন্তান। বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর তাঁর গানেই এখন মোহিত আসমুদ্রহিমাচল। এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা হচ্ছে? হ্যাঁ তিনি আর কেউ নন, ভারতীয় সঙ্গীতাকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, অরিজিৎ সিং।

তবে সম্প্রতি অরিজিৎ সিং নামটা এক বিশেষ কারণে চর্চায় উঠে এসেছে। তার আসন্ন কনসার্টের টিকিটের দামই হচ্ছে এই চর্চার কারণ। অরিজিৎ-র মত একজন কিংবদন্তি শিল্পীর শো দেখতে যে হাজার হাজার টাকা খরচ করতে হবে তা জানাই ছিল। কিন্তু সেই হাজার এখন লাখে পৌঁছে গিয়েছে। অরিজিৎ-র আসন্ন শো-র সর্বোচ্চ টিকিট ১৬ লাখ পেরিয়ে গেছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা তুঙ্গে।

আগামী ৩ রা ও ১৭ ই ডিসেম্বর দিল্লি ও হায়দ্রাবাদে শো করবেন অরিজিৎ সিং। আর সেখানকার টিকিটেরই সর্বোচ্চ দাম ১৬ লক্ষ টাকা। আর আগামী ফেব্রুয়ারিতে আসছেন কলকাতায়। কালকাতার নিউ টাউনের ইকো পার্কে হবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, সেখানকার টিকিটের সর্বোচ্চ মূল্য পৌঁছেছে ৭৫ হাজারে।

এদিকে টিকিটের এই আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। নেটবাসীদের একাংশ তো রীতিমতো ট্রোল করতেও নেমে পড়েছে। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন যে এই বিপুল অর্থ নিয়ে কী করবেন গায়ক?

এই বিষয়ে অরিজিৎ একবার এক পোস্টে জানিয়েছিলেন, ‘আমাদের লক্ষ্য হল দরিদ্র, বঞ্চিত শিশু, তরুণ থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সাহায্য করা। তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে খেলাধুলার সুযোগ সুবিধার গুরুত্ব সম্পর্কে বোঝানো’।

এক বেসরকারি সমাজসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে সেই কাজটাই করেন তিনি। যে কোন কনসার্ট থেকে যে টাকা রোজগার হয় তার পুরোটাই ভাগ হয় অরিজিৎ-য়ের টিমের মধ্যে। আর তিনি নিজে যে পারিশ্রমিক নেন তার একটা বড় অংশ যায় সমাজসেবার কাজে।