শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Fact Check: মাধ্যমিকের উত্তরপত্রে সত্যিই কি লেখা হয়েছে ‍‍`আপুন লিখেগা নেহি‍‍`? জানুন এর সত্যতা

অনুপম প্রধান

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০১:২৩ পিএম | আপডেট: এপ্রিল ৪, ২০২২, ০৭:৫২ পিএম

Fact Check: মাধ্যমিকের উত্তরপত্রে সত্যিই কি লেখা হয়েছে ‍‍`আপুন লিখেগা নেহি‍‍`? জানুন এর সত্যতা
Fact Check: মাধ্যমিকের উত্তরপত্রে সত্যিই কি লেখা হয়েছে ‍‍`আপুন লিখেগা নেহি‍‍`? জানুন এর সত্যতা

সম্প্রতি করোনা পরবর্তী পরিস্থিতিতে সিনেমা জগতে যে দুঃসময় চলছিল দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পার হাত ধরে তা অনেকটাই কেটেছে। ব্যাপক সাফল্য পেয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা পুষ্পা! রক্ত চন্দন কাঠ মাফিয়া পুষ্পা এখন ভারতবাসীর চোখে লেগে রয়েছে। করোনা পরিস্থিতির মাঝে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা তুলে ফেলেছে পুষ্পা!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকে পুষ্পা রাজ! অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন এটি পশ্চিমবঙ্গের মাধ্যমিকের উত্তরপত্রে কোনও এক ছাত্র লিখেছেন "আপুন লিখেগা নেহি"। এই ভাইরাল হওয়া ছবিটি কি আদেও পশ্চিমবঙ্গের মাধ্যমিকের  উত্তরপত্রের? এর উত্তর না। পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের নাম "West Bengal Board of Secondary Education" কিন্তু ভাইরাল হওয়া উত্তরপত্রের ছবির উপরে লেখা আছে "Higher Secondary Final Examination 20"। অতএব ভাইরাল ছবি অনুযায়ী এটি একটি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র হলেও হতে পারে।

পশ্চিমবঙ্গে ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ও পুষ্পা সিনেমাটি ১৭ ডিসেম্বর ২০২১ সালে মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বোর্ডের নাম "West Bengal Council of Higher Secondary Education"। আর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২৪ মার্চ ২০২২ থেকে। অতএব এই ছবিটি কোনোভাবেই পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের উত্তরপত্র নয়। 

দেখুন ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্টটি- এখানে ক্লিক করুন 

মাধ্যমিকের উত্তরপত্র দাবি করা ভাইরাল পোস্টটি-

অর্থাৎ মাধ্যমিকের উত্তরপত্র দাবি করা এই ছবিটি  বিভ্রান্তিকর।